শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

হারিয়ে যাচ্ছে দেশি মাছ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

কলারোয়ায় বাঁওড়, খাল-বিল, নদী ও জলাশয় থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। গত দুই দশকে প্রায় ১৫-২০ প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। হাট-বাজারেও দুষ্প্রাপ্য হয়ে পড়েছে দেশীয় মাছ। কৃষিজমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক-রাসায়নিক ব্যবহারে দূষিত হচ্ছে খাল-বিল, জলাশয়ের পানি। বিষাক্ত পানি দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে হাইব্রিড জাতের বিভিন্ন মাছ চাষ হচ্ছে। এ সব মাছ চাষের আগে পুকুর-ডোবার পানিতে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মেশানোয় মাছ, শামুকসহ অন্য জলজ প্রাণীর প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে।

মত্স্যজীবীরা জানিয়েছেন, অধিক মুনাফার আশায় হাইব্রিড মাছ চাষ করতে গিয়ে বিলুপ্তি ঘটানো হচ্ছে দেশীয় মাছের। এক সময়ের অতিপরিচিত টেঙরা, মাগুর, বাইম, পুটি, শিং, পাবদা, টাকি, চিতল, আইড়, কৈ, বোয়াল, খৈলসার মতো সুস্বাদু দেশীয় মাছ এখন আর তেমন দেখা যায় না।  মত্স্য চাষী জাকির হাসান শিমুল বলেন, ‘দেশীয় মাছ হারিয়ে যাওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে পানি স্বল্পতা, যেখানে সেখানে বাঁধ তৈরি, নাব্যতা হারানো, নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া, কারেন্ট জাল দিয়ে নির্বিচারে মাছ শিকার, মাছের নিরাপদ আশ্রয় না থাকা, প্রজননক্ষেত্র সঙ্কুচিত হওয়া, সংযোগ খালগুলো বিচ্ছিন্ন হয়ে যাওয়া, জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার-কীটনাশক ব্যবহার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর