শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সিদ্ধিরগঞ্জে ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু!

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুল চিকিৎসায় তাহমিনা খান (৩৪) নামে এক অন্তসত্ত্বা মায়ের মৃত্যু হয়েছে। তিনি সাত মাসের অন্তসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

নিহত তাহমিনা খানের দেবর ইমাম কাজী জানান, গতকাল দুপুরে অসুস্থবোধ করলে সিদ্ধিরগঞ্জের সাইবোর্ডস্থ প্রো এ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তার ভাবীকে নিয়ে যাওয়া হয়। রোগীর সঙ্গে তার মা ও বড় ভাই ইব্রাহিম কাজী ও তাদের ম্যানেজার আবু তাহের মিয়া ছিলেন। পরে ডিউটি ডাক্তার নাজমুল ও ডাক্তার খান রিয়াজ মাহমুদ রোগীকে দেখতে চান। এ সময় রোগী নারী ডাক্তার দিয়ে চিকিৎসা করাতে চান। পরে হাসপাতালের ইনডোর বিভাগ থেকে নারী ডাক্তার নিয়ে আসলে তিনি রোগীর শরীরে দুটি ইনজেকশন পুশ করেন। এর মাত্র ১০ মিনিট পরই রোগীর অবস্থা অবনতি হতে থাকে। একপর্যায়ে জরুরি বিভাগ থেকে আইসিও বিভাগে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজনরা হাসপাতালে এসে বিক্ষোভ করতে থাকেন। এ সময় ডাক্তার ও কর্মকর্তারা তালা মেরে হাসপাতাল ফেলে পালিয়ে যান। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার টিটুর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রো এ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক সালাউদ্দিন ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর কথা অস্বীকার করে বলেন, পুলিশ এসে চিকিৎসা সংক্রান্ত সবকিছু নিয়ে গেছে। আমি এখন হাসপাাতালে এসেছি। ওসি আব্দুস সাত্তার টিটু বলেন— রোগীর স্বজনরা দাবি করছেন ভুল চিকিৎসায় রোগী মারা গেছে। লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।

সর্বশেষ খবর