রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘ডিম নিয়ে ভুল ধারণা দূর করতে হবে’

ময়মনসিংহ প্রতিনিধি

সাধারণ মানুষের তথ্যের চাহিদা পূরণ ও তথ্যের অধিকার প্রতিষ্ঠায় সংবাদকর্মী ও গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, ডিম ও মুরগির মাংস নিয়েও সাধারণ মানুষের মাঝে অনেক ভুল ধারণা আছে। এগুলো দূর করতে পারলে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতা বাড়বে।

ময়মনসিংহ প্রেস ক্লাবে গতকাল দিনব্যাপী অনুষ্ঠিত পোলট্রি রিপোর্টিংবিষয়ক মিডিয়া কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি সংস্থা ওয়াচডগ বাংলাদেশের ব্যবস্থাপনায় বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রশিক্ষকদের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. প্রিয় মোহন দাস, পোলট্রিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী, প্রাণিসম্পদ অধিদফতরের উপপরিচালক ড. আফতাব হোসেন, প্রথম আলোর যুগ্মসম্পাদক সোহরাব হাসান উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. প্রিয় মোহন দাস বলেন, দেশের ৯০ শতাংশ ফিড উন্নত ফরমুলায় ও আধুনিক ফিড মিলগুলোয় তৈরি হচ্ছে তাই পোলট্রি বা ফিশ ফিড নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। কর্মশালাটির স্থানীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেন যুগান্তরের ময়মনসিংহ ব্যুরোপ্রধান আতাউল করিম খোকন। কর্মশালায় জাতীয় ও স্থানীয় দৈনিক, টিভি চ্যানেল, বার্তা সংস্থা ও অনলাইন নিউজপেপারের মোট ৩২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর