রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নাগরিক সমাবেশ

পাবনা প্রতিনিধি

পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সংবাদ ও বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান স্বপনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ। শনিবার সকালের এ সমাবেশে জেলার লেখক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, ব্যবসায়ী, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

মুক্তিযোদ্ধা বেবী ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন, রবিউল ইসলাম রবি, সুলতান আহমেদ বুরো, জাকির হোসেন, রেজাউল করিম মণি, এম এ কাফী সরকার। বক্তারা পাবনায় একের পর এক সাংবাদিক, প্রগতিশীল বুদ্ধিজীবী ও সংস্কৃতিকর্মীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হাবিবুর রহমান স্বপনের ওপর হামলার সাতদিন পেরিয়ে গেলেও পুলিশ জড়িত কাউকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন। বলেন—অবিলম্বে সন্ত্রাসীরা গ্রেফতার না হলে পাবনার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রসঙ্গত, গত শনিবার রাতে পাবনা প্রেস ক্লাব থেকে রিকশায় বাসায় ফেরার সময় হামলার শিকার হন সাংবাদিক হাবিবুর রহমান স্বপন। হামলায় তার মাথা ফেটে যায় এবং বাম হাত ভেঙ্গে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়ে।

সর্বশেষ খবর