শিরোনাম
রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কুষ্টিয়ায় আওয়ামী লীগের সংঘর্ষে আহত ২৫

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভাড়ল গ্রামে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ১২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং বাকিদের মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাতিয়ান ইউনিয়ন যুবলীগ সভাপতি জহুরুল ইসলাম ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহিমের সমর্থকদের মধ্যে শনিবার ভাড়ল বাজারে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মিরপুর থানার রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে আহত ২০ : গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে দুই ভাইয়ের বিরোধের জের ধরে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কাঠি গ্রামের কবির শেখের বড় ভাই দবির শেখের কাছে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় দুই ভাইয়ের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নারীসহ ২০ জন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ৫ মহিলাসহ ১২ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।  গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, কোনো পক্ষই এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর