শিরোনাম
রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

তিনি কাতরাচ্ছেন অসহ্য যন্ত্রণায়

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরের পশ্চিম চর ইন্দ্রপাশা গুচ্ছগ্রামের জয়নাল হাওলাদারের স্ত্রী আলেয়া বেগম (৫০)। চর্ম ও সোরিয়াসিস রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। প্রায় চার বছর ধরে দেশের বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা করালেও কোনো উপকারে আসেনি, বরং সহায়-সম্বল হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। বর্তমানে আলেয়ার পরিবারের দিন কাটছে অর্ধাহার-অনাহারে। সর্বশেষ আলেয়ার চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ হাসপাতালে নিলে জরুরিভিত্তিতে তাকে ভারতে চিকিৎসার পরামর্শ দেন ডাক্তাররা। আলেয়ার পরিবারের পক্ষে ভারতে নিয়ে চিকিৎসা করানো কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় আলেয়াকে বাঁচাতে বিত্তবানদের সহায়তা কামনা করেছেন স্বজনরা। আলেয়ার দিনমজুর স্বামী জয়নাল হাওলাদার জানান, তার তিন ছেলে ও এক মেয়েসহ আট সদস্যের পরিবার। নিজের জমি বা অন্য কোনো আয়ের উৎস নেই। মাথা গোঁজার ঠাঁই হিসাবে উপজেলার পশ্চিম চর ইন্দ্রপাশা গ্রামের বাশতলা এলাকার গুচ্ছগ্রামে একটি ঘর পেয়েছেন। সেখানে থেকে দিনমজুরের কাজ করে সংসারের খরচ চালাতে খুবই কষ্ট হচ্ছে।

সর্বশেষ খবর