শিরোনাম
রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

অটোরিকশার শহর দিনাজপুর

দিনাজপুর প্রতিনিধি

এখন অটোরিকশার শহর দিনাজপুর। অনিয়ন্ত্রিতভাবেই চলছে প্রায় ১৬/১৭ হাজার এ অটোরিকশা। এসব যানের কিছু অটোর বৈধতা থাকলেও দিন দিন বেড়ে চলেছে অবৈধভাবে চলা অটোর সংখ্যা। প্রতিদিন অটোরিকশা যানটিকে রাস্তায় নামাতে নিতে হয় না কোনো অনুমতি। এর ফলে শত বছরের পুরাতন প্রথম শ্রেণির দিনাজপুর শহরের বিভিন্ন সড়কে যানজট লেগেই থাকে।

রাস্তার প্রশস্ততা কম ও বেহালদশার ওপর দিয়ে অদক্ষ অটোচালকদের বেপরোয়া, ট্রাফিক সিগন্যাল মেনে না চলা, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করানোর কারণে একদিকে বাড়ছে যানজট এবং অপরদিকে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। মেনে চলছে না ট্রাফিক আইন। এখনো বেশিরভাগ অটোতে সন্ধ্যার পর হেড লাইট জ্বলে না। জ্বলে না কোনো সিগন্যাল বাতি। এসব অটো দিনাজপুর পৌরসভার ভাঙা সড়কে চলাচলের সময় যাত্রীদের ওঠে নাভিশ্বাস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর