রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সড়ক ভেঙে নদীতে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার তেরখাদায় আতাই নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ইতোমধ্যে উপজেলার সেনের বাজার-কালিয়া-বড়দিয়া সড়কের প্রায় আধ কিলোমিটার বিলীন হয়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মধুপুর পারহাজী গ্রামের নদীপাড়ের সড়ক নদীগর্ভে চলে যায়। কয়েকদিন আগে থেকেই সড়কের এ অংশে ফাটল শুরু হয়। কিন্তু সড়কটি রক্ষায় কেউ ব্যবস্থা না নেওয়ায় শেষ রক্ষা হয়নি। যে কোনো সময়ে নদী সংলগ্ন শতাধিক বসতবাড়ি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় তেরখাদা উপজেলা চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু বলেন, কয়েকদিন আগে রাস্তার ওই অংশে ফাটল ধরেছিল। শুক্রবার ভাঙনে প্রায় আধা কিলোমিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ কারণে যানচলাচল বন্ধ রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

সর্বশেষ খবর