রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা পশ্চিমপাড়ায় পানিতে ডুবে মিথিলা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। মিথিলার বাবা মোহাম্মদ আলী জানান, খেলা করতে করতে সবার অগোচরে মিথিলা খালের পানিতে পড়ে ডুবে যায়। প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর খালের পানিতে মিথিলার লাশ ভেসে ওঠে। —সিরাজগঞ্জ প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটির পাশে ট্রেনে কাটা পড়ে শনিবার সকালে এক যুবক নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। ওই যুবক শনিবার সকালের খাবার খেয়ে কাজের উদ্দেশে রেললাইনের ওপর দিয়ে বঙ্গবন্ধু হাইটেক সিটির দিকে যাচ্ছিল।

—কালিয়াকৈর প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় থাকলে দেশে লুটপাট হয়

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন। তার নির্বচনী এলাকার উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে প্রতিদিনই সভা, পথসভা ও গণসংযোগ করছেন। শাওন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে সবাইকে নৌকায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি থাকলে দেশে লুটপাট হয়, নারী নির্যাতন হয়। —ভোলা প্রতিনিধি

কৃষকদলের সভাপতি লাঞ্ছিত

বরগুনায় সদরঘাট জামে মসজিদ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী ও জেলা কৃষকদলের সভাপতি কর্নেল (অব.) আবদুল খালেককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। রক্তাক্ত আহত অবস্থায় শনিবার দুপুরে ভোট কেন্দ্র ত্যাগ করতে বাধ্য হন ওই প্রার্থী। আবদুল খালেক সাংবাদিকদের জানান— ‘আমাকে অন্যায়ভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। বরগুনা থানার ওসি এসএম মাসুদুজ জামান বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

—বরগুনা প্রতিনিধি

শ্রীপুরে উঠান বৈঠক

গাজীপুর সদর উপজেলার নয়নপুর ঈদগাহ মাঠে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে তথ্য আদান প্রদান উপলক্ষে উঠান বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ (শ্রীপুর, কাউলতিয়া, পিরুজালী, ভাওয়ালগড় ও মির্জাপুর ইউনিয়ন) আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হোসেন সবুজ। তৃণমূলের হাজার হাজার নারী-পুরুষ এতে অংশগ্রহণ করেন। সালাহ উদ্দিন সরকারের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান।

—শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

রূপগঞ্জে আওয়ামী লীগের গণসংযোগ

নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গনসংযোগ ও জনসভা হয়েছে। শনিবার বিকালে উপজেলা পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ গণসংযোগ ও জনসভা হয়।  মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগ নেতা, রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান ভূইয়া। রূপগঞ্জ প্রতিনিধি

টঙ্গীতে কর্মী সমাবেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে গতকাল রাতে ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আউচপাড়া মামদী মোল্লা স্কুল মাঠে এক কর্মী সমাবেশ হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগনেতা মুক্তিযোদ্ধা ফজলুল হক, কাজী ইলিয়াছ, রজব আলী, স্থানীয় কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, যুবলীগ নেতা বিল্লাল মোল্লা, স্বেচ্ছাসেকবলীগ নেতা মামুন মোল্লা প্রমুখ।—টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর