সোমবার, ২২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আশুগঞ্জে পাঁচ ইউনিট বন্ধ

যান্ত্রিক ত্রুটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

১৩২ কেভি গ্রিড লাইনের ত্রুটির কারণে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। সকাল সাড়ে ৮টায় গ্রিড লাইনের ট্রান্সফরমারে ত্রুটি দেখা দিলে একসঙ্গে সব ইউনিট বন্ধ হয়ে যায়। ফলে জাতীয় গ্রিডে ৬৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে। ব্যাহত হচ্ছে ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এএসএম সাজ্জাদুর রহমান জানান, সকাল সাড়ে ৮টায় গ্রিড লাইনের আশুগঞ্জ-কিশোরগঞ্জ ১৩২ কেভি সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয়। এ কারণে ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর, ১৫০ মেগাওয়াটের ৪ নম্বর, ২২৫ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল, ৫০ মেগাওয়াটের গ্যাস ইঞ্জিন ও বেসরকারি ৫৫ মেগাওয়াটের প্রিসিসন এনার্জি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছেন। শিগগিরই সমস্যা সমাধান হবে বলে আশা করি।

সর্বশেষ খবর