শিরোনাম
সোমবার, ২২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জুঁইকে শ্বাসরোধে ও ইনজেকশন পুশ করে হত্যা

রূপগঞ্জ প্রতিনিধি

জুঁইকে শ্বাসরোধে ও ইনজেকশন পুশ করে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টেকপাড়ার তিন বছরের শিশু উম্মে তাবাসসুম জুঁইকে শ্বাসরোধে ও ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার শাহজালাল ও আশরাফুল খুনের ঘটনা স্বীকার করেছেন। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে গতকাল দুপুরে তাদের গ্রেফতার করা হয়। তাদের বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ দলডাঙ্গা এলাকায়। রূপগঞ্জ থানার ওসি জানান, শাহজালাল ও আশরাফুল টেকপাড়ার আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতো। তারা পরিকল্পনা করে বাড়িওয়ালা আনোয়ার হোসেনের মেয়ে উম্মে তাবাসসুম জুঁইকে অপহরণ করে মুক্তিপণ আদায় করবে। গত বৃহস্পতিবার জুঁইকে তুলে নিয়ে মুখে স্কচটেপ লাগিয়ে হাত-পা বেঁধে ফেলে। জুঁই চিৎকারের চেষ্টা করলে মুখে পলিথিন দিয়ে চেপে ধরে। এতে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে জুঁইয়ের শরীরে চেতনানাশক ইনজেকশন পুশ করে। এর পরই জুঁইয়ের মৃত্যুর হয়। জুঁইকে হত্যার পর পরিবারের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে শাহজালাল ও আশরাফুল। উল্লেখ্য, গত শুক্রবার সকালে টেকপাড়ায় নিজ বাড়ির পিছন থেকে হাত-পা বাঁধা অবস্থায় জুঁইয়ের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। মানববন্ধন প্রতিবাদ সভা : জুঁইসহ সারা দেশে শিশু নির্যাতন, অপহরণ ও হত্যার প্রতিবাদে রূপগঞ্জে স্কুল শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। ভুলতা দিঘীরপাড় এলাকায় গতকাল এ কর্মসূচি পালন করা হয়।

সর্বশেষ খবর