মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে দুর্ঘটনা কমে আসবে’

নিরাপদ সড়ক দিবসের কর্মসূচিতে বক্তারা

প্রতিদিন ডেস্ক

‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ শ্লোগানে গতকাল সারা দেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। বাগেরহাট : র‌্যালিতে শত শত লোক অংশ নেন।  পরে বাগেরহাট সার্কিট হাউজে তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। খুলনা : খুলনা অফিসার্স ক্লাবে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে সড়ক উন্নয়নে অবদান রাখায় পাঁচ ব্যক্তিকে স্মৃতিপদক প্রদান করা হয়। বরিশাল : জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবদুর রব, মহসিন হোসেন, জয়দেব চক্রবর্তী। বক্তারা সড়কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। চুয়াডাঙ্গা : ডিসি কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বক্তারা বলেন— নিরাপদ সড়কের জন্য চালক, যাত্রী ও পথচারীদের আরও বেশি সচেতন হতে হবে।

সর্বশেষ খবর