শিরোনাম
মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কলেজছাত্র হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড

ধমানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে কলেজছাত্র মনির হোসেন হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ শহিদুল আলম ঝিনুক গতকাল এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের বাদশা মিয়া, সিংগাইরের লাল মিয়া, গোপালগঞ্জের কোটালিপাড়ার আজগর চৌধুরী ও দিনাজপুরের আওলিয়াপুরের আনোয়ার হোসেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আক্তার হোসেন জামালের বাড়ি নারায়ণগঞ্জে। আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের পরোশ আলীর ছেলে মনির হোসেনকে প্রতিবেশী বাদশা মিয়া সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে সাভার নিয়ে যান। পরে তাকে লুকিয়ে রেখে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা না পেয়ে পরদিন আসামিরা মনিরকে হাত-পা বেঁধে সাভারের বংশী নদীতে ফেলে হত্যা করে। ওই বছরের ১১ সেপ্টেম্বর মনিরের মা বাদশা মিয়াসহ অজ্ঞাতদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। পুলিশ বাদশাকে গ্রেফতার করে তার স্বীকারোক্তি অনুযায়ী মনিরের লাশ উদ্ধার করে।

 

 

সর্বশেষ খবর