বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘তৃণমূল মানুষের উন্নতি হয়েছে’

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ডিজিটাল বাংলাদেশের কারণে দেশের মানুষের অবস্থা বদলে গেছে উল্লেখ করে বলেন, গ্রামের তৃণমূল মানুষের অবস্থার সার্বিক উন্নতি হয়েছে। অবকাঠামোর উন্নয়ন হয়েছে। এসব সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। দিনাজপুর সদর উপজেলায় প্রতিটি বাড়িতে বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে। অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরেছে। অভাব অনটন দূরে সরে গেছে। রাস্তা-ঘাট, স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়া ব্যাপক সাফল্য লাভ করেছে। হুইপ বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে তথ্য প্রযুক্তি এ যুগে নতুন প্রজন্মদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে। গতকাল হুইপ ইকবালুর রহিম দিনাজপুর সদরের ফাসিলাডাঙ্গা হাট হতে পাঁচবাড়ী হাট ভায়া জালিয়াপাড়া (সিন্দুরাইল গ্রাম) রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় গ্রামের মানুষের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন তিনি।

সর্বশেষ খবর