শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

২৩ জামায়াত নেতা-কর্মী আটক

প্রতিদিন ডেস্ক

কক্সবাজার ও বরিশালে ২৩ জামায়াত নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজার সাগর পাড়ের একটি হোটেল থেকে জামায়াত-শিবিরের ১৭ জন নেতা কর্মীকে র‌্যাব সদস্যরা গতকাল শুক্রবার রাতে আটক করেছেন। আটক জামায়াত-শিবির নেতা কর্মীরা আগামী নির্বাচন সামনে নিয়ে নাশকতার পরিকল্পনা এবং আজ (শনিবার) চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ঐক্যফ্রন্টের সভায় যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে গোপন বৈঠকে বসেছিল বলে পুলিশ জানিয়েছে। র‌্যাবের অভিযানে আটক জামায়াত-শিবিরের নেতা কর্মীদের রাতেই কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডের একটি মহিলা মাদ্রাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ইউনিট জামায়াতের আমিরসহ ছয়জনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকালে ওই এলাকার বরিশাল মডেল মহিলা মাদ্রাসায় অভিযান চালায় পুলিশ। আটকরা হলো ঝালকাঠী পৌর জামায়াতের আমির আব্দুল হাই, ভোলা জামায়াতের আমির ফজলুল করিম, গৌরনদী উপজেলা জামায়াতের আমির কামরুল ইসলাম খান, ঝালকাঠীর মাহবুব আলম, বরিশালের খলিলুর রহমান এবং বাবুগঞ্জের মাধবপাশার কেরামত আলী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে আটকরা নাশকতার পরিকল্পনা করছিলো বলে জানিয়েছে পুলিশ। আটকরা পুলিশের হেফাজতে থাকায় তাদের বক্তব্য জানা যায়নি। 

সর্বশেষ খবর