রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ক্লাস বন্ধ রেখে অতিথি বরণে রাস্তায় শিক্ষার্থীরা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে ক্লাস বন্ধ রেখে অতিথি বরণে শিক্ষার্থীরা বাদ্যযন্ত্র হাতে রাস্তায় দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে। উপজেলা মুক্তিযোদ্ধা মিলনকেন্দে র সামনে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

জানা যায়, বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি ঝালকাঠি শাখার নবনির্বাচিত কমিটির শপথ ও সমিতির কেন্দে ীয় পরিষদের নেতাদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল গতকাল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা শাখা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার মুখার্জী। তাকে বরণ করতে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো হয়। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জানান, জেএসসি ও এসএসসি পরীক্ষার্থী ছিল কিনা আমার জানা নেই। তবে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতে স্কাউট শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরিক্ষার্থীদের না নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছিলাম। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান বলেন, ‘অনুষ্ঠানের ব্যাপারে আমার জানা নেই। তবে প্রধানমন্ত্রীর ও শিক্ষামন্ত্রীর নির্দেশনা আছে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের নিয়ে কাউকে সংবর্ধনা দেওয়া যাবে না। তারপরও কেউ এ রকম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ ইউএনও আফরোজা বেগম পারুল জানান, অনুষ্ঠানের বিষয়ে তার জানা নেই। তবে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোর বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হবে।

সর্বশেষ খবর