রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ভোলায় কবিগানের আসরে মানুষের ঢল

ভোলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামে আড়াইশ’ বছরের ঐতিহ্যবাহী কবিগানের আসরে মানুষের ঢল নামে। শুক্র-শনি দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই আসর উপভোগ করতে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। কবি গানকে কেন্দ  করে বসে নানা পসরা সাজিয়ে রকমারি পণ্যের মেলা।

ভোলা জেলা হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিক অবিনাষ নন্দি বলেন, আকাশ সংস্কৃতির প্রভাবে হারিয়ে যেতে বসেছে আমাদের দেশীয় বাঙালি সংস্কৃতি। জারি, সারি, ভাটিয়ালির পাশাপাশি গ্রাম বাংলার কবিগানও এখন বিলুপ্তির পথে। সেই কবি গানের ঐতিহ্য ধরে রাখতে ভোলা সদরের বাপ্তা গ্রামের মহাজন বাড়িতে শুক্র ও শনিবার দুদিন ধরে দিন-রাত একটানা চলছে কবি গানের আসর। আয়োজকরা জানান, এবারের ২৫৩তম কবিগানের আসরে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন হাজারো ভক্ত ছুটে এসেছে।

সর্বশেষ খবর