রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

অটো-লেগুনা বন্ধে দুর্ভোগ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে সিএনজি ও বাস মালিক সমিতির নেতাদের মারধরের ঘটনায় দুদিন ধরে মাদারগঞ্জ-জামালপুর সড়কে ধর্মঘট পালন করছে সিএনজি, অটোরিকশা ও লেগুনা শ্রমিকরা। এতে ওই রুটে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।  মাদারগঞ্জ পৌর সিএনজি অটোরিকশা মালিক সমিতির নেতারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারগঞ্জ সিএনজি ও বাস মালিক সমিতির লোকজনের সঙ্গে যানজটে গাড়ি সাইড দেওয়া নিয়ে হাজরাবাড়ির সিএনজি চালক উজ্জলের কথা কাটাকাটি হয়। পরে মাদারগঞ্জ সমিতির লোকজন হাজরাবাড়ি বাজারে পৌঁছালে হাজরাবড়ি মালিক সমিতির নেতা-কর্মীরা তাদের মারধর করে। এতে পৌর কাউন্সিলর নজরুল ইসলামসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ব্যাপারে মেলান্দহ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জামালপুর জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি জানান, শ্রমিক নেতাদের মারধরের ঘটনায় তাত্ক্ষণিকভাবে হাজরাবাড়ি সিএনজি মালিক সমিতির কমিটি বাতিল করা হয়েছে। বিষয়টি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমকে জানানো হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই সড়কে অটো চলাচল শুরু করার জন্য তারা চেষ্টা করছেন।

সর্বশেষ খবর