সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কালো ধোঁয়া-বিটুমিনের গন্ধে ক্লাসে টেকা দায়

স্কুল আঙিনায় রাস্তা সংস্কারের সরঞ্জাম

মেহেরপুর প্রতিনিধি

কালো ধোঁয়া-বিটুমিনের গন্ধে ক্লাসে টেকা দায়

মিকচার মেশিনের কালো ধোঁয়া, বিকট শব্দ, পিচ-বিটুমিনের গন্ধে শ্রেণিকক্ষে টিকতে পারছে না গাংনীর লক্ষ্মী নারায়ণপুর ধলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। কয়েকদিন ধরে স্কুলের আঙিনায় রাস্তা সংস্কার কাজে ব্যবহূত পিচ ও বিটুমিন পেড়ানোর কাজ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ আছে গাংনীর ইউএনও পিচ-বিটুমিন পোড়ানোর কাজ অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও তা মানেনি সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মজিবুল হক খান হেলাল জানান, সরকারি কাজ করার জন্য সরকারি জায়গা নির্ধারণ করা হয়েছে— এর জন্য কৈফিয়ত কিসের।

জানা যায়, পিচ পোড়ানোর স্থান হিসেবে বেছে নেওয়া হয় গাংনীর লক্ষ্মী নারায়ণপুর ধলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ। সেখানে জুতা, স্যান্ডেল ও প্লাস্টিক দিয়ে বিটুমিন জ্বালানোর কাজ চলছে। মিকচার মেশিনের শব্দ, কালো ধোঁয়া ও ছাই দুর্বিষহ করে তুলেছে স্কুলের শিক্ষার পরিবেশ। বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত কালো ধোঁয়া সইতে না পেরে স্কুল ছাড়ছে শিক্ষার্থীরা। কর্মঘণ্টার সময় শিক্ষকরাও স্কুলের বাইরে অবস্থান করেন। প্রধান শিক্ষক হামিদা খাতুন জানান, পূজার ছুটির সময় বিদ্যালয় বন্ধের সুযোগে ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তা সংস্কার সামগ্রী স্তূপ করে রাখে। কয়েকদিন ধরে পিচ ও বিটুমিন পোড়ানো শুরু করায় ভোগান্তিতে পড়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। বিষয়টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে জানানো হলেও তারা কাজ বন্ধ করেনি। বাধ্য হয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ইউএনওকে জানানো হয়েছে। উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম জানান, শিক্ষাকার্যক্রম ব্যাহত হবে এমনভাবে সড়ক নির্মাণ কাজের জিনিসপত্র রাখা যাবে না। ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে বিষয়টি দ্রুত সমাধান করা হবে। ইউএনও বিষ্ণুপদ পাল জানান, বিদ্যালয়ের আঙিনায় বা তার আশপাশে পিচ পোড়ানো উচিৎ নয়। ঠিকাদারী প্রতিষ্ঠানকে সরঞ্জামাদি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর