সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ৫

প্রতিদিন ডেস্ক

রাজশাহী, সিলেট ও জামালপুরের মেলান্দহে সড়কে প্রাণ গেছে পাঁচজনের। শনিবার রাত ও গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা রয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর— রাজশাহী : বেলপুকুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। বেলপুকুর থানার ভাঙড়া এলাকায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— প্রাইভেট কারচালক চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের নিয়ামত আলী (৫৬) ও সোশ্যাল ইসলামী ব্যাংক রাজশাহী শাখার ব্যবস্থাপক বগুড়ার আদমদীঘির আব্দুল মান্নান (৫৮)। পুলিশ জানায়, শনিবার সকালে রাজশাহী থেকে প্রাইভেট কারটি ঢাকার দিকে যাচ্ছিল। ভাঙড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। সিলেট : সিলেট-ঢাকা মহাসড়কে ওসমানীনগর উপজেলার শেরপুরে শনিবার দিবাগত বাস খাদে পড়ে যায়। এতে দুই যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন। ওসমানীনগর থানার ওসি জানান, শনিবার রাতে এনা পরিবহনের ঢাকাগামী বাসটি শেরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। পরিচয় পরিচয় জানা যায়নি। আহতদের ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। মেলান্দহ : জামালপুরের মেলান্দহে শনিবার রাতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোজাম্মেল হক ফিরো (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ফিরো মেলান্দহ উপজেলার থুরী গ্রামের দুলাল শেখের ছেলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর