শিরোনাম
সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘লাল ডিমের’ তরকারি খেয়ে নারীর মৃত্যু, স্বামী-সন্তান অসুস্থ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামে ‘লাল রঙের ডিমের’ তরকারি খেয়ে মায়া রাণী (৫০) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মায়ার স্বামী-সন্তানসহ পরিবারের চার সদস্য। এদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে সিলেট ওসমানি মেডিকেলে পাঠানো হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।  অসুস্থরা হলেন— মায়া রাণীর স্বামী সুনীল দেবনাথ (৬০), তাদের ছেলে সুকুমার ও শংকর এবং নাতি কলেজছাত্র মিঠুন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকালে স্থানীয় দোকান থেকে মায়া রাণী লাল রঙের ডিম কিনে তা দিয়ে তরকারি রান্না করেন। রাতে সবাই একসঙ্গে ডিমের তরকারি দিয়ে ভাত খান। খাওয়া শেষে তারা বমি বমি ভাব অনুভব করেন। কিছুক্ষণের মধ্যে সবাই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মায়ার মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় সুনীল ও মিঠুনকে সিলেটে পাঠানো হয়। হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক সাইফুর রহমান সোহাগ বলেন, ‘খাবারে বিষক্রিয়ার কারণে একজনের মৃত্যু এবং বাকিরা অসুস্থ হয়েছেন। এটা ডিম খেয়েও হতে পারে, আবার তরকারি থেকেও হতেও পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর