মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

প্রজনন মৌসুম শেষ ধরা পড়ছে মা ইলিশ

বাগেরহাট প্রতিনিধি

ইলিশ প্রজনন মৌসুমের নির্ধারিত সময় শেষে হয়েছে রবিবার মধ্যরাতে। এর পরই সারা দেশে নদ-নদীতে ইলিশ শিকারে নামে জেলেরা। সরকার ঘোষিত প্রজনন মৌসুম শেষ হলেও এখনো জেলেদের জালে ধরাপড়া পড়ছে প্রচুর মা ইলিশ। বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দাসহ বিভিন্ন মাছের বাজারে গতকাল ডিমওয়ালা ইলিশ বিক্রি হতে দেখা গেছে। সরকার ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম ঘোষণা করলেও প্রজননের জন্য এ সময় যথেষ্ট নয় বলে দাবি মৎস্য বিশেষজ্ঞদের।

রায়েন্দা বাজারের মাছ ব্যবসায়ী মিলন শেখ জানান, সোমবার বলেশ্বর নদী থেকে জেলেদের জালে ধরা পড়া ৪০ কেজি ইলিশ বিক্রি করেছেন। এর মধ্যে আট-নয়শ গ্রাম ওজনের ইলিশের তিনের দুই ভাগের পেটেই ডিম রয়েছে। ব্যবসায়ী আবুল বাশার জানান, তিনি ৩০ কেজি ইলিশ বিক্রি করেছেন। তার  বেশিভাগ মাছের পেটে ডিম বোঝা্ই। আরো কিছুদিন সময় পেলে হয়তো এ সব মাছ ডিম ছাড়তো বলে তাদের ধারণা।

শরণখোলা জাতীয় মৎস্য সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, ২২ দিনে সব মাছ ডিম ছাড়তে পারেনি।  অবরোধের সময়সীমা আরও কিছুদিন বাড়ানো উচিৎ ছিল। উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, ‘ইলিশের প্রধান প্রজননের এই সময়টাতে ৫০ ভাগ মাছ ডিম ছাড়লেই বিশাল ব্যাপার। সারা বছরই কোনো না কোনো ইলিশের পেটে ডিম থাকে।’ এদিকে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শরীয়তপুর ও নোয়াখালীর জেলেরা ইলিশ ধরতে নদীতে নেমেছেন। তাদের জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। মাছ পেয়ে খুশি জেলেরা।

 

 

সর্বশেষ খবর