বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পানিতে ডুবে বছরে ১৮ হাজার শিশু-কিশোরের মৃত্যু হয়

সেমিনারে বক্তারা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যে বরিশালে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড রোডে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের প্রশিক্ষণ কেন্দে  গতকাল অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস। সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহাবুবুর রহমান। বক্তব্য রাখেন ডা. জাকিয়া সুলতানা, স্টেপহেন উইল হার্ড, ডা. কামরান-উল বাসেত, সাদরুল হাসান মজুমদার প্রমুখ। সেমিনারে জানানো হয়, বাংলাদেশে ১ থেকে ১৭ বছরের শিশুদের মৃত্যুর অন্যতম কারণ পানিতে ডুবি। পানিতে ডুবে প্রতি বছর ১৮ হাজার শিশু-কিশোরের মৃত্যু হয়। বরিশাল বিভাগে গড়ে প্রতিদিন পানিতে ডুবে ৯টি শিশু মারা যায়। এ বিভাগ বন্যা, জলোচ্ছ্বাসসহ দুর্যোগপ্রবণ হলেও পানিতে ডোবা হ্রাসকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রধান অতিথি রাম চন্দ  দাস বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার কমাতে স্কুলগুলোতে সাঁতার শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগ করা প্রয়োজন। শিশুদের সচেতন করার জন্য লিফলেট ও ভিডিও ক্লিপ প্রচারের ব্যবস্থা করতে আয়োজকদের প্রতি আহবান জানান তিনি। সেমিনারে প্রশ্নোত্তর পর্বে ছিলেন— ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান তৌফিক এলাহী, বেসরকারি সংস্থা আভাস’র নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, সংবাদ কর্মী হুমাউন কবীর, ফায়ার সাভিসের স্টেশন কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ।

সর্বশেষ খবর