শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

টাকা দিলে সশ্রম হয়ে যায় বিনাশ্রম

রিমান্ডে জেলার সোহেল রানা

কিশোরগঞ্জ প্রতিনিধি

দুই দিনের রিমান্ডে চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাস তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পুলিশের কাছে। রিমান্ড শেষে গতকাল দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক সোহেল রানাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, রিমান্ডে জেলার সোহেল রানা তার বিভিন্ন অপকর্মের কথা স্বীকার করেছেন। জানিয়েছেন, তিনি নিজে একজন মাদকসেবী। কারাগারের বেশিরভাগ দায়িত্বপ্রাপ্তরাও মাদক সেবনে জড়িত। কারাগারে খাদ্য সরবরাহের পিকআপভ্যানে করে বন্দীদের কাছে মাদকদ্রব্য পৌঁছে দেওয়া হতো। টাকা দিলে সশ্রম কারাদণ্ড হয়ে যেত বিনাশ্রম। আর টাকা না দিলে বিনাশ্রম হয়ে যেত সশ্রম। বন্দীদের মধ্যে যারা টাকা দিত তাদের রাখা হতো হাসপাতালের বেডে। কোটি কোটি টাকা প্রতিমাসে বন্দিদের কাছ থেকে এবং মাদকবিক্রির মাধ্যমে উপার্জন করা হতো বলে তিনি রেলওয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন। তার কাছ থেকে জব্দ টাকাগুলো মাসোহারার টাকা বলেও জানান। উলেস্নখ্য, গত ২৬ অক্টোবর ভৈরব রেল স্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে ফেনসিডিল, নগদ ৫০ লাখ টাকা ও বিভিন্ন ব্যাংকের চেক-এফডিআরসহ আটক করা হয় তাকে জেলার সোহেল রানাকে। পরে মাদক ও মানিলন্ডারিং আইনে দুটি মামলা করে রেলওয়ে পুলিশ। মাদক আইনের মামলায় গত সোমবার আদালত তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ খবর