শনিবার, ৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আদমদীঘি উপজেলা সদরের ‘সততা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ ভুল চিকিৎসায় আঁখি বেগম (২১) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আঁখি আদমদীঘির পশ্চিমসিংড়া গ্রামের সোহেল রানার স্ত্রী।

জানা যায়, আঁখিকে পরিবারের লোকজন বৃহস্পতিবার সততা ক্লিনিকে নিয়ে গেলে কর্তৃপক্ষ তাকে সন্তান প্রসবের জন্য ভর্তি করায়। ওই দিন রাত সাড়ে ৮টায় ডা. আবু আনছারী অপারেশনের মাধ্যমে তার ছেলে সন্তান প্রসব করান। শুক্রবার বেলা ৩টায় ক্লিনিক কর্তৃপক্ষের মাধ্যমে আখির স্বামী সোহেল খবর পান তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। তিনি তাত্ক্ষণিকভাবে ক্লিনিকে এসে দেখেন আঁখি মারা গেছে।

সোহেল রানার অভিযোগ, ভুল চিকিৎসায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে। ক্লিনিক পরিচালক তোজাম্মেল হোসেন আঁখির মৃত্যুর বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। স্থানীয়রা জানান, এর আগেও ওই ক্লিনিকে একাধিক রোগীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর