রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্ট একই সুতায় গাঁথা’

জেলহত্যা দিবসে সারা দেশে নানা আয়োজন

প্রতিদিন ডেস্ক

গতকাল ৩ নভেম্বর ছিল জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, এএইচএম কামারুজ্জামান, তাজউদ্দীন আহমদ ও এম মনসুর আলীকে। সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি। এ সময় বক্তারা বলেন— ‘১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্ট একই সুতায় গাঁথা।’ জাতীয় চার নেতার খুনিদের বিচারও দাবি করেন তারা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— রাজশাহী : নগরীর কুমারপাড়ায় স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সন্তান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে র‌্যালি বের হয়। এদিকে নগরীর কাদিরগঞ্জে কামারুজ্জামানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করেছে জেলা আওয়ামী লীগ। কিশোরগঞ্জ : শোকর‌্যালি শেষে আলোচনা সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে সকালে মাল্যদান করে জেলা আওয়ামী লীগ। বিকালে মিলাদ মাহফিল ও স্মৃতিচারণামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। বের করা হয় শোকর‌্যালি। চার নেতার একজন শহীদ এম মনসুর আলীর দৌহিত্র সাবেক এমপি তানভীর শাকিল জয় বলেন, ‘দাদা ছিলেন খাঁটি বাঙালি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর।’ গাজীপুর : কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কাপাসিয়ার ১১ ইউনিয়নের কমান্ডার ও প্রায় ৩০০ মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।  বরিশাল : সকালে সদর রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিকে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন কনের আওয়ামী লীগ নেতারা। এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, ‘১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্ট একই সুতায় গাঁথা।’ লক্ষ্মীপুর : জেলা সদরে এন আহম্মদীয় স্কুলমাঠে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন—বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল। তিনি বলেন, ‘১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যা একই সূত্রে গাঁথা। দেশকে নেতৃত্ব শূন্য করাই ছিল ঘাতকদের লক্ষ্য।’ এর আগে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এছাড়া খুলনা, নাটোর, দিনাজপুর, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, কুড়িগ্রাম, বগুড়া, চাঁদপুর, নোয়াখালী ও পাবনায় নানা আয়োজনে পালিত হয়েছে জেল হত্যা দিবস। এ সময় বক্তারা জাতীয় চার নেতা হত্যায় জড়িতদের বিচার দাবি করেন।

সর্বশেষ খবর