রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বঙ্গবন্ধুর খুনিরাই চার নেতাকে হত্যা করে : শামীম

শরীয়তপুর প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, ৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে পরাজিত শক্তি প্রতিশোধ নিতেই জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করে। কারণ চার নেতাই বঙ্গবন্ধুর বিশ্বস্ত ছিলেন। তাই খুনি মোশতাক ও জিয়ারাই তাদের হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। কিন্তু পারেনি। গতকাল সকালে সখিপুরে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন হুমায়ুন কবির মোল্লা।

ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিকের পরিচালনায় বক্তব্য রাখেন কাওছার আহমেদ তর্কি, কহিনুর সুলতানা, আবুল হাসেম দেওয়ান, মানিক সরদার, জিতু বেপারি, জহির সিকদার, রফিক মুন্সি, মোজাম্মেল মোল্লা,  এহসানুল হক পলাশ, রাশেদ আহমেদ প্রমুখ। এর আগে সকালে নড়িয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গণসংযোগ ও সমাবেশে যোগ দেন। মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আক্তারের সভাপতিত্বে নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, নাজমা মোস্তফা প্রমুখ বক্তৃতা করেন।

সর্বশেষ খবর