সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বরিশালে ১৮৬ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদীর ও বাবুগঞ্জে বিএনপির ১৮৬ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। গৌরনদীর পৃথক স্থানে বোমা বিস্ফোরণ এবং রাস্তা কেটে ফেলার ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১৩৬ নেতা-কর্মীর নামোলেস্নখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দিবাগত রাতে শরিকল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হোসনাবাদ গ্রামের বাসিন্দা মেজবাহ্ উদ্দিন আকন, খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাকাই গ্রামের মতলেব মাতুব্বর ও মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাড়ি বিস্ফোরক ও বিশেষ ড়্গমতা আইনে গৌরনদী থানায় মামলা তিনটি করেন। এদিকে বাবুগঞ্জের রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি পেট্রল বোমা ও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেছে। বাবুগঞ্জ থানার ওসি জানান, গত শনিবার রাতে টহলরত পুলিশ রাকুদিয়া নতুন হাট এলাকায় অবস্থানকালে বোমার শব্দ শুনতে পায়। শব্দের উৎস খুঁজতে স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞাসা করে সামনের দিকে যেতেই রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় পাশে পড়ে থাকা তিনটি পেট্রোল বোমা ও দুটি দেখতে যায়। ওই রাতেই এসআই শরিফুল বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেছেন।

সর্বশেষ খবর