সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা, আটক ৪

জামালপুর প্রতিনিধি

জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় পাঁচটি মোবাইল ফোন। র‌্যাব-১৪ জামালপুর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান গতকাল জানান, গোপন খবরের ভিত্তিতে তাদের একটি টিম শনিবার রাতে শেরপুরের চরভাবনা ও চরমুচারিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানকালে মনোহার হোসেন বুলবুল, সাইম আহম্মেদ মিলন, শফিকুল ইসলাম ও সোহাগ রানা নামে চার শিক্ষার্থীকে আটক করে। আটকরা র‌্যাবকে জানিয়েছেন, তারা ফেসবুকে একটি চক্রের কাছ থেকে গত বছর জেএসসি পরীড়্গার প্রশ্নপত্র সংগ্রহ এবং তা ছাত্র-ছাত্রীর কাছে বিক্রি করেছিল। এবার প্রশ্ন ফাঁস না হওয়ায় নিজেরাই ভুয়া প্রশ্নপত্র তৈরি ও শিক্ষার্থীদের কাছে বিক্রি করছে। চক্রের হোতাদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সর্বশেষ খবর