মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপির ২৬৪ নেতা-কর্মীর নামে দুটি ‘গায়েবি’ মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেহেন্দিগঞ্জে বিএনপির ২৬৪ নেতা-কর্মীর বিরুদ্ধে আরও দুটি ‘গায়েবি’ মামলা হয়েছে। মেহেন্দিগঞ্জ থানার এসআই মোস্তফা কামাল বাদী হয়ে ৪১ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে রবিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। একই রাতে অপর মামলাটি করে করেন স্থানীয় শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমির হোসেন। তার মামলায় ২৩ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে। দুটি মামলায় আসামিদের বিরুদ্ধে হামলা-ভাঙচুর করে এলাকায় বিচ্ছৃংখলা সৃষ্টির অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি ককটেল, বিস্ফোরিত ককটেলের আংশিক আলামত, ১০টি রড, ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জব্দ তালিকায় উল্লেখ রয়েছে।  বরিশাল জেলা (উত্তর) বিএনপির সভাপতি মেজবাউদ্বিদন ফরহাদ অভিযোগ করেন, শুধু এই দুটি নয়, এর আগেও তার নির্বাচনী এলাকা মেহেন্দিগঞ্জ ও হিজলায় বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে একাধিক ‘গায়েবি’ মামলায় করা হয়েছে। ‘গায়েবি’ মামলায় গ্রেফতার এড়াতে নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। বিএনপির লোকজনকে আসন্ন নির্বাচন ও আন্দোলনের বাইরে রাখতে এ সব মামলা করা হয়েছে বলেও দাবি করেন মেজবাউদ্দিন। এদিকে বরিশাল-বানারীপাড়া সড়কের মলঙ্গা ব্রিজ এলাকা থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ খবর