মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সড়কে সড়কে শোভাযাত্রা গণসংযোগ

প্রতিদিন ডেস্ক

সড়কে সড়কে শোভাযাত্রা গণসংযোগ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন স্থানে সড়কে সড়কে বের হচ্ছে শোভাযাত্রা। চলছে গণসংযোগ-প্রচারণা। বগুড়া-২ আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ প্রায় ১০০ কি.মি সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। কিশোরগঞ্জ-২ নির্বাচনী এলাকায় জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য শিল্পপতি এমএ জব্বার করেছেন নির্বাচনী শোডাউন। দিনাজপুর-৬ আসনের বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে আতাউর রহমানের নেতৃত্বে শোভাযাত্রা হয়েছে। প্রায় ১০ কি.মি দীর্ঘ মোটরসাইকেল শোভাযাত্রায় নৌকার শ্লোগানে মুখরিত করে তোলে রাজপথ। ময়মনসিংহ-১০ আসনে শোডাউন, উঠান বৈঠক, ব্যানার-ফেস্টুন, পোস্টার, বিলবোর্ডসহ নিয়মিত গণসংযোগ করছেন ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল। ঝিনাইদহ-৩ সংসদীয় আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার কামরুজ্জামান স্বাধীন এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন। শেরপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন পেতে ছুটে বেড়াচ্ছেন মিজানুর রহমান রাজা। আর স্বামীকে সার্বক্ষণিক সঙ্গ দিচ্ছেন ফারহানা ইয়াসমিন প্রেমা। ময়মনসিংহ-৩ গৌরীপুরের প্রত্যন্ত এলাকায় শুধু নারীদের নিয়ে অর্ধশত উঠান বৈঠক করেছেন বর্তমান এমপি নাজিম উদ্দিন আহমেদ। গৌররীপুরে ১ লাখ ১২ হাজার ৫৬১ জন নারী ভোটারের মধ্যে প্রায় ৭০ হাজারের কাছে তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছেন। কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী মাখন সরকার এলাকায় গণসংযোগ, কর্মিসভা, উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। জাপা নেতা কবির হোসেন প্রধান বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে মাখন বিজয়ী  হবেন। মাখন সরকার বলেন, আমি গত নবম এবং দশম জাতীয় সংসদ নির্বাচন থেকে মাঠে আছি। তৈরি করেছি হাজার হাজার কর্মী-সমর্থক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর