মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডিলারের খাটের নিচে স্বল্পমূল্যের চাল

নাটোর প্রতিনিধি

গুরুদাসপুর উপজেলায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজির ৮০০ কেজি (১৬ বস্তা) চাল জব্দ করেছে প্রশাসন। রবিবার রাতে ইউএনও মনির হোসেনের নেতৃত্বে নাজিরপুর ইউনিয়নের বেরগঙ্গারামপুর গ্রামের ডিলার জালাল শাহর বাড়ি থেকে এ চাল জব্দ করা হয়। ১ নভেম্বর ৩১২ বস্তা চাল গুরুদাসপুর খাদ্য গুদাম থেকে উত্তোলন করেন ওই ডিলার।  কার্ডধারী হতদরিদ্র কয়েকজন অভিযোগ করেন, কয়েকদিন ধরে ডিলারের গুদাম বন্ধ। তার সঙ্গে দেখা হলে তিনি তাদের চাল নেই বলে জানায়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোখলেছ আল আমিন বলেন, চালগুলো ডিলার আত্মসাতের উদ্দেশে তার বাড়ির খাটের নিচ রেখেছিল। ইউইএনও জানান, জালাল শাহর ডিলারশিপ বাতিলসহ তার বিরুদ্ধে মামলা করার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে। জালালের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

 

সর্বশেষ খবর