বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সেচের অভাবে বছরের পর বছর জমি অনাবাদি

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে গভীর নলকূপে পল্লী বিদ্যুতের সংযোগের অভাবে এখন প্রায় নিঃস্ব এক কৃষক। বছরের অধিকাংশ সময় সেচের অভাবে অনাবাদি পড়ে থাকে তার ৩০০ বিঘা জমি। সেচসুবিধা পেতে সরকারের ‘পানাসী’ প্রকল্পের সহায়তায় একটি গভীর নলকূপ স্থাপন করেছিলেন ভুক্তভোগী জাবেদ। এর পর ছয় বছর কেটে গেলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাহিদামতো ঘুষ দিতে না পারায় বিদ্যুৎ সংযোগ পাননি। প্রায় ২০০ চাষি নিয়ে যিনি ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতেন সেই জাবেদ এখন অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করেন। টাকার অভাবে অনার্স পড়ুয়া দুই ছেলে-মেয়েকে গার্মেন্টে কাজ দিয়েছেন। জানা যায়, গুরুদাসপুর উপজেলার পাঁচপুরুলিয়া গ্রামের কৃষক জাবেদ টেলিভিশনে খবর দেখে সরকারের পানাসী প্রকল্পের আওতায় গভীর নলকূপের আবেদন করে পেয়েও যান। বসান গভীর নলকূপ। তৈরি করেন পাকা ঘর। বিলের ৩০০ বিঘা জমিতে মাটির নিচ দিয়ে নেন পাইপ। পল্লী বিদ্যুৎ থেকে সাতটি খাম্বা কিনে বসান সরবরাহ লাইন। এ সব করতেই ফুরিয়ে যায় জাবেদের সারা জীবনের সঞ্চয়। শুধু বিদ্যুৎ সংযোগ পেলেই হবে কৃষি বিপ্লব জাবেদ এমন স্বপ্ন দেখা যখন শুরু করেন তখন নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ (বনপাড়া) থেকে সংযোগের বিনিময়ে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। এই টাকা আর তার পক্ষে দেওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে গ্রামের আব্দুর রহিম মামলা করেন জাবেদের প্রকল্পের বিরুদ্ধে। অভিযোগ করেন, প্রকল্পটি চালু হলে ওই এলাকায় চলা তার দুটি শ্যালোমেশিন বন্ধ হয়ে যাবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে। আদালতের তদন্তে সেই অভিযোগ অসত্য প্রমাণ হলেও জাবেদের নলকূপে আর বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। নিয়ম না থাকলেও সেচ প্রকল্পের জন্য করা এই লাইন থেকে ৭২টি বাড়ি এবং অন্য তিনটি অগভীর নলকূপে সংযোগ দেওয়া হয়। কিন্তু যার খরচে এই বৈদ্যুতিক লাইন তার নলকূপটি পড়ে আছে অকেজো অবস্থায়। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন গুরুদাসপুর জোনের সহকারী প্রকৌশলী দিল মোহাম্মদ বলেন, ‘২০১৩-১৪ অর্থবছরে জাবেদ আলী অনেক টাকা ব্যয়ে সব কাজ সম্পন্ন করলেও শুধু সংযোগের অভাবে তিনি আজ সর্বস্বান্ত। বিলের ৩০০ বিঘা জমি পানির অভাবে চাষ করতে পারছেন না।’ নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (বনপাড়া) যোগাযোগ করলে জানায়, সমিতির মহাব্যবস্থাপক নিতাই রায় দুদকের মামলায় কারাগারে আছেন। তার পদে চলতি দায়িত্বে থাকা লালপুরের ডিজিএম মোমিনুল ইসলাম বলেন, উেকাচ দাবির অভিযোগ তার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

সর্বশেষ খবর