বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নিয়ন্ত্রণহীন অটোরিকশা নাকাল পৌরবাসী

নেত্রকোনা প্রতিনিধি

নিয়ন্ত্রণহীন অটোরিকশা নাকাল পৌরবাসী

ব্যাটারিচালিত অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচল অসহনীয় করে তুলেছে নেত্রকোনা পৌরবাসী দৈনন্দিন জীবন। এ সব অটোরিকশার যত্রতত্র গমন আর যাত্রাবিরতির কারণে পৌরএলাকায় প্রায়ই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। যার কবল থেকে কিছুতেই পরিত্রাণ মিলছে না ভুক্তভোগীদের। পৌরমেয়র নজরুল ইসলাম খান বলেন, বাইপাস সড়ক না থাকা ও ইউনিয়নগুলোর অটো শহরে চলে আসায় যানজট সৃষ্টি হচ্ছে। যত্রতত্র যাত্রী উঠা-নামায় চালক ও যাত্রীদের সচেতন করে তোলার ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, যানজট নিরসনে আড়াই হাজার অটো থেকে কমিয়ে এক হাজার ৭০০ অটোর লাইসেন্স দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর