বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

রূপগঞ্জে দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নূর ইসলাম ও রবীন্দ  চন্দ  নামে দুই থ্রীপিস ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদল ওই ব্যবসায়ীসহ তাদের পরিবারের  সদস্যদের হাত-পা বেঁধে রেখে ও অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাতে উপজেলার আমলাবো এলাকায়। ডাকাতির ঘটনাকে কেন্দ  করে আমলাবোসহ আশপাশের এলাকার জনসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। —রূপগঞ্জ প্রতিনিধি

শ্রমিক মারা যাওয়ার গুজবে গাড়িতে আগুন

সাভারে সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহত হওয়ার জের ধরে একটি দূরপাল্লার বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা এ সময় আগুন আতঙ্কে গাড়ি থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হয়েছে ওই বাসের অন্তত ১০ জন যাত্রী। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। —সাভার প্রতিনিধি

রাঙামাটিতে আটক ২

রাঙামাটি যৌথবাহিনীর অভিযানে দুজন আটক হয়েছেন। গতকাল এ অভিযান পালানো হয়। আটকরা হলেন— মঙ্গল কুমার চাকমা ও রুপায়ন চাকমা। বরকল থানার শুভলং ইউনিয়নে অবৈধ অস্ত্রসহ মঙ্গল কুমার এবং জেলা শহরের শহীদমিনার এলাকা থেকে আটক করা হয় রূপায়ন চাকমাকে। শুভলং ইউনিয়ন পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার বলেন, আটক মঙ্গল কুমার চাকমা বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অপরাধে বরকল থানায় মামলা প্রক্রিয়াধীন। কোতোয়ালি থানার এসআই শিবু জানায়, আটকের পর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের চাঁদা সংগ্রহকারী রুপায়ন চাকমাকে থানায় হস্তান্তর করা হয়। —রাঙামাটি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর