বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সংলাপে শেখ হাসিনার আন্তরিকতা ছিল বিরল : জ্যাকব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, ‘আগামী নির্বাচনে রাজনৈতিক সংকট নিরসনে সাম্প্রতিক সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ছিল বিরল। সংলাপে উত্থাপিত রাজনৈতিক দলগুলোর দাবি তিনি আন্তরিকভাবে পর্যবেক্ষণ করছেন। সংলাপ আর আন্দোলন একসঙ্গে চলতে পারে না। আন্দোলনের নামে কেউ নির্বাচন বানচাল করার চক্রান্ত করলে জনগণ সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।’ গতকাল ভোলার চরফ্যাশন বন বিভাগের রেঞ্জ অফিসের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জ্যাকব বলেন, বর্তমান সরকার বন বিভাগকে ৭ শতাংশ থেকে ২২ শতাংশে উন্নীত করেছে। যে কোনো দুর্যোগ প্রশমন হতে উপকূলীয় এলাকার জনগণকে রক্ষা করতে দেশব্যাপী সবুজ বেষ্টনী প্রকল্পের কার্যক্রম চালু করা হয়েছে।

সর্বশেষ খবর