বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

খাগড়াছড়ি দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ি দিবস পালিত হয়েছে। জেলা ঘোষণার ৩৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। পরে শহরের মুক্তমঞ্চে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. শাহ আলম। ১৯৮৩ সালের ৭ নভেম্বর রামগড় মহকুমাকে খাগড়াছড়ি জেলায় রূপান্তরিত করা হয়।

—খাগড়াছড়ি প্রতিনিধি

লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা এলাকার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় গতকাল লাশটি উদ্ধার করে পুলিশ। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, কীভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের পর সব পরিষ্কার হবে। —আড়াইহাজার প্রতিনিধি

যুব সমাবেশ

গাজীপুর সদর থানা মেট্রো যুুবলীগের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষে গতকাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহ্সান সরকার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহিদ আহসান রাসেল এমপি।

—গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর