শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপির ৮৬ জন আটক, আতঙ্ক

প্রতিদিন ডেস্ক

বরগুনা, ঢাকার ধামরাই, নরসিংদী, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৭৬ নেতাকর্মী আটক হয়েছেন। বুধবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত চলে এ অভিযান। বরগুনা : সদর, আমতলী, বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলায় পৃথক অভিযানে বিএনপির ১১ নেতাকর্মী আটক হয়েছেন। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে গণগ্রেফতারে বরগুনা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ধামরাই : বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মীর নামে বিস্ফোরক ও নাশকতা আইনে তিনটি মামলা করেছে পুলিশ। আসামি করা হয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদসহ ৯১ জনের নাম উল্লেখসহ পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। ওই দুই মামলায় ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। নরসিংদী : জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়া : জেলায় গত ৩৬ ঘণ্টায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতসহ অঙ্গ সংগঠনের ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী : নাশকতা পরিকল্পনার অভিযোগে করা মামলায় বিএনপির চার-কর্মীসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জ : জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাটোর : নাটোর-৪ আসনে জামায়াতে ইসলামের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসেনসহ তিন নেতা-কর্মীকে গতকাল আটক করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। সিদ্ধিরগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির ৬১ নেতা-কর্মী বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে। সুন্দরগঞ্জ : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সোলায়মান সাজাকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বগুড়া সারিয়াকান্দিতে বিএনপির ৩৯ এবং কক্সবাজারের পেকুয়ায় ১৭৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর