রবিবার, ১১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
বাসচাপায় মা-ছেলের মৃত্যু

বিচার দাবিতে বিক্ষোভ

মাগুরা প্রতিনিধি

বাসচাপায় মা-ছেলের মৃত্যুর প্রতিবাদে গতকাল মাগুরা-নড়াইল সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। প্রায় ৪ ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। নিহতদের পরিবার মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় শত্রুজিত্পুর ইউপির মহিলা সদস্য রোমানা বেগম জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় রিকশাচালক বিপুল হোসেন তার স্ত্রী আলেয়া ও ছেলে আল আমিনকে নিজেন রিকশায় করে মাগুরা শহর থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে একটি বাস রিকশাটিকে চাপা দিলে ওই রাতেই আলেয়া এবং শুক্রবার ঢাকা মেডিকেলে মারা যান আল আমিন। গুরুতর আহত বিপুল হোসেন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।

সর্বশেষ খবর