সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

হোন্ডা মোটরসাইকেল কারখানা উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

‘এগিয়ে যাবে বাংলাদেশ সাথে থাকবে ব্র্যান্ড হোন্ডা’ এই স্লোগানে খ্যাতনামা জাপানি মোটরসাইকেল ব্র্যান্ড হোন্ডার কারখানা উদ্বোধন করা হয়েছে। এখন থেকে ব্র্যান্ড হোন্ডা তৈরি হবে বাংলাদেশে। বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে মুন্সীগঞ্জের গজারিয়ায় স্থাপিত মোটরসাইকেল কারখানাটি গতকাল উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ সময় উপস্থিত ছিলেন ইন্টার-পার্লামেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী পরিচালক পবন চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি, হোন্ডা মোটর কোম্পানি লিমিটেডের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টরের চিফ অফিসার ইয়োশি ইয়ামানে, হোন্ডা মোটর কোম্পানি লিমিটেডের অপারেটিং অফিসার নোরিয়াকি, এশিয়া রিজিয়নের প্রধান কর্মকর্তা মাসায়াকি ইগারাশি, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউইচিরো ইশি।

এই কারখানায় বছরে সাতটি মডেলে এক লাখ মোটরসাইকেল তৈরি করতে পারবে। আপাতত ৩৯০ জনের কর্মসংস্থান হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

সর্বশেষ খবর