সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফেনীতে বাস খাদে নিহত ২

বিভিন্ন স্থানে আরও ৩

প্রতিদিন ডেস্ক

ফেনীতে বাস উল্টে খাদে পড়ে দুজন নিহত ও আহত হয়েছেন ১০ জন। এছাড়া  বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও তিনজনের। প্রতিনিধিদের খবর— ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ায় রবিবার সকালে যাত্রীবাহী বাস হিলবার্ড নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়ে ঘটনাস্থলে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতরা হলেন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মৃত ছানু মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান (৪৫) । অপরজন ফুলগাজী উপজেলার নুরুল হকের ছেলে নুরুল আমিন।

গোপালগঞ্জ : জেলার টুঙ্গিপাড়ায় মাহেন্দ্রের সঙ্গে বাসের সংঘর্ষে রূপালী ব্যাংক টুঙ্গিপাড়া শাখার পিয়ন লিমন মুন্সী (২৪) নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী অনিমেষ পোদ্দার, যাত্রী মিজানুর রহমান ও তারিন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে গতকাল বাসের ধাক্কায় আব্দুল হামিদ মণ্ডল নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। হামিদ মণ্ডল উপজেলার কামদিয়া ইউনিয়নের চক মনিপুর গ্রামের হেবারত আলীর ছেলে। বগুড়া : শাজাহানপুর উপজেলায় ঢাকা থেকে বগুড়ামুখী এসআই পরিবহনের ধাক্কায় রুপা পরিবহন চালকের সহকারী মহাসড়কে ছিটকে পড়ে নিহত হয়েছেন। নিহত ব্যক্তি দিনাজপুর সদর উপজেলার নীলসাগর বালুবাড়ি গ্রামের ওহাব আলীর ছেলে আব্দুর রহমান মিয়া। গাড়ি ২টি আটক করেছে থানা পুলিশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর