সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

খুনিদের খুঁজছে পিবিআই

দুই দিন পার হলেও আশুলিয়ার চলন্ত বাস থেকে বাবাকে নামিয়ে দিয়ে মেয়েকে শ্বাসরোধে হত্যার ঘটনায় গতকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা গেছে, মামলাটি এরই মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। উল্লেখ্য, গত শুক্রবার রাতে জরিনা খাতুন (৪৫) নামে এক নারীকে চলন্ত বাসে শ্বাসরোধে হত্যা হয়। —সাভার প্রতিনিধি

গৃহবধূকে কুপিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার খালপাড় চেঙ্গাইন গ্রামে গতকাল রাহেলা বেগম নামে গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

—সোনারগাঁ প্রতিনিধি

অভিষেক

টঙ্গী বাজার আড়ৎ বহুমুখী সমবায় সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন মো. জাহিদ আহসান রাসেল এমপি। গতকাল টঙ্গী বাজারে আবু ছায়েদ মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন এসএম মিন্টু হোসেন। উদ্বোধন করেন গিয়াস উদ্দিন সরকার। উসমান আলী, মতিউর রহমান মতি প্রমুখ উপস্থিত ছিলেন। —টঙ্গী প্রতিনিধি

সভা-সমাবেশ

কুমিল্লা-১ আসনে মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সহ-সভাপতি হামদার্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুল মান্নান। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে সভা-সমাবেশ, গণসংযোগ, কর্মিসভা, উঠান বৈঠক করছেন নিয়মিত। ড. আব্দুল মান্নান বলেন, আমি দাউদকান্দি ও মেঘনা উপজেলার প্রতিটি গ্রাম, বাজার, ইউনিয়নে ঘুরেছি। যেখানেই গিয়েছি সেখানেই ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছি। —দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর