মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সুনামগঞ্জ বিএনপি : এবার নূরুল অনুসারীদের পদত্যাগ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা এবং পৌর কমিটি অনুমোদনের ১০ দিনের মাথায় বাতিল করে নতুন কমিটি দেওয়া হয়। নবগঠিত দুটি ইউনিট কমিটি থেকেও এবার পদত্যাগ করেছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের অনুসারীরা। শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন ডেকে গতকাল পদত্যাগের ঘোষণা দেন তারা।

লিখিত বক্তব্য পাঠ করেন পৌরবিএনপির সদস্য অ্যাড. আমিরুল হক। এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়ার ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিতরা কমিটিগুলোতে প্রাধান্য পেয়েছেন। এ ক্ষেত্রে তৃণমূলের মতামত নেওয়া হয়নি। কোনো কাউন্সিল বা মতামত ছাড়াই সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়ে কমিটিগুলো গঠন করা হয়েছে। পদত্যাগপত্রে ১৩ নেতা স্বাক্ষর করেছেন। এই সংখ্যা শতাধিক বলে দাবি পদত্যাগকারী নেতাদের। যারা পদত্যাগ করেছেন তাদের অন্যতম হলেন— সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই, ফুল মিয়া, আব্দুল ওয়াদুদ। জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন বলেন, ‘আমি ঢাকায় আছি। সুনামগঞ্জে এসে সবাইকে নিয়ে বসব।’ গত ২৫ অক্টোবর তিন ইউনিট কমিটি অনুমোদন দেয় জেলা বিএনপি। এতে ফজলুর হক আছপিয়ার নির্দেশনার নিরঙ্কুশ প্রতিফলন না ঘটায় অনুমোদনের ১০ দিনের মাথায় কেন্দ্রের নির্দেশে কমিটিগুলো বাতিল করা হয়। ৫ নভেম্বর আছপিয়া ‘যাকে যেখানে রাখতে চেয়েছেন, তাকে সেখানে রেখে’ নতুন কমিটিতে স্বাক্ষর করেন জেলা বিএনপির সভাপতি কালিম উদ্দিন মিলন ও সাধারণ সম্পাকক নূরুল ইসলাম নূরুল।

সর্বশেষ খবর