Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১২ নভেম্বর, ২০১৮ ২৩:৫৪
‘ইসলামের খেদমতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার’
নাটোর প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ‘ইসলামের খেদমতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার। দেশে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শত বর্ষের পুরনো দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে পূরণ হয়েছে।’ একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে গতকাল নাটোরের সিংড়ায় নিজ বাসভবনে আলেম সমাজের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

পলক বলেন, ‘শেখ হাসিনা ইমামদের কল্যাণে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ ও আলেম সমাজের উন্নয়ন হয়।’ এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহবান জানান তিনি।

এই পাতার আরো খবর
up-arrow