বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

হাতিয়া গণহত্যা দিবস

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নানা আয়োজনে গতকাল হাতিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনন্তপুর বাজার এলাকায় স্মৃতিসৌধে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী উলিপুরের হাতিয়ার দাগারকুটি গ্রামে ৬৯৭ নিরীহ মানুষকে হত্যা করে।

—কুড়িগ্রাম প্রতিনিধি

বোমা ফাটিয়ে ডাকাতি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর ও পৌরসভার শ্রীরামপুর গ্রামে দুটি বাড়িতে বোমা ফাটিয়ে ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় আহতদের প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

—ঝিনাইদহ প্রতিনিধি

সারের দাবিতে মানববন্ধন

মধুখালীতে ফরিদপুর সুগার মিলে চলতি আখ রোপণ মৌসুমে আখচাষীরা সার সংকটের কারণে সঠিক সময়ে আখ রোপণ করতে পারছেন না। সার দাবিতে আখচাষীরা ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। —ফরিদপুর প্রতিনিধি

কাত্যায়নী পূজা

মাগুরায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুরু হয়েছে ছয় দিনব্যাপী কাত্যায়নী পূজা। ষষ্ঠিপূজার মধ্যদিয়ে শুরু হওয়া এ পূজা শেষ হবে আগামী রবিবার। অন্যদিকে পূজা উপলক্ষে আয়োজিত মেলা চলবে এক মাস। ৬০ বছর ধরে মাগুরায় দুর্গা পূজার এক মাস পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে আসছে কাত্যায়নী পূজা। —মাগুরা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর