বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিধবাকে খুঁটিতে বেঁধে নির্যাতন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে পাওনা টাকা চাওয়ায় বিধবাকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার খামার তবকপুর গ্রামে রবিবার ঘটনাটি ঘটে। গতকাল বিষয়টি এলাকায় জানাজানি হয়। মামলা সূত্রে জানা যায়, চিলমারী রাজারভিটা বালিকা আলিম মাদ্রাসার সহকারী সুপার মাহফুজুর রহমান একই গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রশিদার (৬০) কাছ থেকে তিন বছর আগে ৬৫ হাজার টাকা ধার নেন। ১০ দিনের মধ্যে টাকা পরিশোধ করার কথা থাকলেও তিনি তালবাহানা শুরু করেন। ঘটনার দিন পাওনা টাকা চাইলে রশিদা ও তার সঙ্গে আসা আরেক নারীকে টেনেহিঁচড়ে বাড়িতে এনে খুঁটির সঙ্গে কোমড়ে রশি বেঁধে মারধর করে। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধারে ব্যর্থ হয়ে পুলিশের সহায়তা নেন। পুলিশ তাদের উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রশিদার পুত্রবধূ চারজনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন। উলিপুর থানার উপপরিদর্শক বিধান চন্দ  ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

 

সর্বশেষ খবর