শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘অনিয়ন্ত্রিত জীবনযাপন-খাদ্যাভাসে ডায়াবেটিস বাড়ছে’

প্রতিদিন ডেস্ক

‘ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ’ এই শ্লোগানে গতকাল সারা দেশে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়। বক্তরা বলেন— অনিয়ন্ত্রিত জীবনযাপন-খাদ্যাভাসে ডায়াবেটিস বাড়ছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— খুলনা : খুলনা জেনারেল হাসপাতালের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, দেশে প্রতি তিনজনের মধ্যে একজন ডায়াবেটিকস আক্রান্ত। অপরিকল্পিত গর্ভধারণের কারণে ডায়াবেটিকস বৃদ্ধি পাচ্ছে। এছাড়া অতিমাত্রায় ফাস্টফুড ও কোমল পানীয়র মতো ক্যালরিসমৃদ্ধ খাদ্য গ্রহণের ফলে বাড়ছে এর ঝুঁকি। বরিশাল : সকালে অশ্বিনী কুমার হল চত্বর থেকে র‌্যালি বের হয়ে অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন আহম্মদ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল চত্ব্বরে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় বরিশাল ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং খাদ্যাভাসের কারণেই মানুষ দিন দিন আশঙ্কাজনকহারে ডায়াবেটিক রোগে আক্রান্ত হচ্ছে।’ এ অবস্থা থেকে মুক্তি পেতে খাদ্যাভাসের পরিবর্তন ও শারীরিক কসরত করার তাগিদ দেন। সিলেট : এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে শোভাযাত্রা বের হয়। পরে ডায়াবেটিকস সচেতনতামূলক আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বিশ্বে ৪২৫ মিলিয়ন মানুষ ডায়াবেটিকস রোগে ভুগছে। এছাড়া নেত্রকোনা, মানিকগঞ্জ, ঝালকাঠি, বগুড়া, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালীতে নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

 

সর্বশেষ খবর