বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

নয়জন মাকে ‘রত্নগর্ভা’ পুরস্কার

মাদারীপুর পৌরসভার আয়োজনে গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে নয়জন মাকে ‘রত্নগর্ভা’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। ‘রত্নগর্ভা’ মায়েরা হলেন— মাদারীপুর পৌরসভার হাফিজুননেছা, নূরজাহান বেগম, ঊষা রানী দাস, ফাতেমা খাতুন, মমতাজ বেগম, সেলিনা বেগম, নূরজাহান বেগম, আলিমুন নেছা ও রহিমা খান। মাদারীপুর পৌরসভা কর্তৃক প্রবর্তিত ‘রত্নগর্ভা মা পুরস্কার ২০১৮’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট সুলতানা কামাল। মাদারীপুর পৌর  মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রফেসর খোন্দকার নাসিরউদ্দিন, ওয়াহিদুল ইসলাম, উত্তম প্রসাদ পাঠক। — মাদারীপুর প্রতিনিধি

দুই বিচারককে স্মরণ

ঝালকাঠিতে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় নিহত দুই বিচারককে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে ঝালকাঠিবাসী। এ উপলক্ষে গতকাল সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র‌্যালি বের হয়। এতে অংশ নেন ইখতিয়ারুল ইসলাম মল্লিক, জোবায়েদুর রহমান প্রমুখ। র‌্যালি শেষে দুই বিচারকের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। ২০০৫ সালের ১৪ নভেম্বর আত্মঘাতী বোমা হামলায় নিহত হন সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে। —ঝালকাঠি প্রতিনিধি

অপহৃত গার্মেন্ট কর্মী উদ্ধার

ঢাকা থেকে অপহৃত গার্মেন্ট কর্মী ফাতেমাতুজ জহুরাকে (১৭) বগুড়ার ধুনট থেকে গতকাল উদ্ধার করেছে পুলিশ। ধুনট উপজেলার শৈলমারী গ্রাম থেকে উদ্ধারের পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ধুনট থানা পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলা সদরের ফকিরপাড়ার নূর ইসলামের মেয়ে ফাতেমাতুজ জহুরা ঢাকার কাফরুল থানা এলাকায় পরিবারের সঙ্গে বাসা ভাড়া নিয়ে গার্মেন্টে চাকরি করছেন। গত সোমবার মেয়েটি গার্মেন্টের কাজে যান। এরপর রাতে বাসায় না ফিরলে খোঁজাখুঁজির পর স্বজনরা কাফরুল থানায় জিডি করেন।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর