Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৫ নভেম্বর, ২০১৮ ০১:২৬
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ১৮ জানুয়ারি
গাজীপুর প্রতিনিধি

বিশ্ব ইজতেমা ২০১৯ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় শামসুনাহার, শরীফুল হক, দিদারে আলম মোহাম্মদ মাকসুদ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৮-২০ জানুয়ারি প্রথম এবং ২৫-২৭ জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তারিখ নির্ধারণ করা হয়। একই সঙ্গে শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য সেবাপ্রদানকারী বিভিন্ন বিভাগের প্রতি আহ্বান জানানো হয়।

up-arrow