শিরোনাম
শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

চার জেলার ৭৩ হাজার চাষিকে কৃষি প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়াসহ চার জেলায় ৭৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে রবি ফসল উৎপাদনে কৃষি প্রণোদনা বিতরণ শুরু হয়েছে। ৯টি ফসলের জন্য বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ জেলার চাষিদের মাঝে এই প্রণোদনার অর্থে সার, বীজ প্রদান করা হচ্ছে। যার আর্থিক পরিমাণ প্রায় ৮ কোটি ৬২ লাখ টাকা। কৃষি সম্প্রসারণ বিভাগ চলতি অর্থবছর ফসলভিত্তিক কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, চার জেলার মোট ৭৩ হাজার ৪৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৮ কোটি ৬২ লাখ ৫১ হাজার ৭৮৭ টাকা মূল্যের রবি ফসলের বীজ এবং সার বিতরণ করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মতিয়ার রহমান জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা সাধারণত ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তাদের ঘুরে দাঁড়াতে সহযোগিতা করতেই সরকার এসব ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের জন্য প্রণোদনা প্রদান করে।

সর্বশেষ খবর